বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রসের (আইসিআরসি) সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ডিআরএম বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রেসিডেন্ট জ্যৈষ্ঠ সাংবাদিক শারমিন রিনভি, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।

dhaka post

দুদিনের এই প্রশিক্ষণ পরিচালনা করেন সোসাইটির ট্রেনিং বিভাগের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি সাহা ও সোসাইটির ডিআরএম বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন।

ইআরএফের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বলেন, আমরা সবসময় নানা ধরনের ঝুঁকির মধ্যে কাজ করি। এক্ষেত্রে ফার্স্ট এইড সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

গণমাধ্যমকর্মীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *