রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এটি বাস্তবায়িত হলে এর পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অবকাঠামোগত উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে সরকার।

এক হাজার ৭১০ কোটি ৬৩ লাখ সাত হাজার টাকার প্রকল্পের মধ্যে ইতোমধ্যেই ১৩২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) অর্থ বিভাগের অর্থছাড়ের চিঠিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হচ্ছে।

এ বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা তদারকিকরণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নে চলতি ২০১৯-২০২০ অর্থবছরে পরিকল্পনা কমিশন থেকে উপযোজনের মাধ্যমে বরাদ্দকৃত ১৩৪ কোটি টাকা হতে ১৩২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড়ে নির্দেশক্রমে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।

এতে আরও বলা হয়, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্য পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। ছাড়কৃত অর্থের যদি কিছু অংশ অব্যয়িত থাকে তবে তা ২০২০ সালের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *