বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ আজ সোমবার সোসাইটির সদর দপ্তরে শুরু হয়েছে।
প্রশিক্ষণে দেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার ইকোনমিক বিট-এ কর্মরত ২৫ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম উদ্দেশ্য, যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ইকোনমিক রিপোটার্স ফোরাম।