আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পত্র-২০২২ প্রদান করা হয়। টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছন্ন রাখতে ভূমিকার জন্য ইআরএফকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ইআরএফ সদস্যরা এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে রাজস্ব সংক্রান্ত অংশীজনদের সচেতন করায় বিশেষ ভূমিকা রেখেছেন। তারই স্বীকৃতিস্বরুপ এনবিআর ও ডব্লিউসিও এবারের সম্মাননার জন্য আমাদের অতি প্রিয় সংগঠনকে বেছে নেয়। পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার চর্চা এবং সংগঠন হিসেবে পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করার বড় স্বীকৃতি এটি । এই অর্জন একটি সাংবাদিক সংগঠনের জন্য অত্যন্ত গৌরব ও অহংকারের। অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রিয় সহকর্মীদের জন্য।
2022-02-20