পরিবর্তত অবস্থায়, সরকারকে এক টাকাও দেয়নি আইএমএফ। তারপরও অর্থপাচার বন্ধ ও রেমিটেন্স বাড়িয়ে ঠেকানো গেছে রিজার্ভের পতন। বাংলাদেশ ব্যাংক গভর্নর মনে করেন, দুর্বল ব্যাংকগুলো ঘুড়ে দাঁড়াতে সময় লাগবে ৫ বছর। নিয়ন্ত্রণ হবে মূল্যস্ফীতি। কেন্দ্রিয় ব্যাংকের জন্য সরকারের কাছে পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসন প্রস্তাব পাঠাবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির দুটি ক্ষত স্পষ্ট। একটি এনবিআর, অন্যটি ব্যাংক খাত। ‘আগস্টের পর এক টাকাও দেয়নি আইএমএফ, তাও ঠেকানো গেছে রিজার্ভ পতন’ | ERF | Jamuna TV
‘আগস্টের পর এক টাকাও দেয়নি আইএমএফ, তাও ঠেকানো গেছে রিজার্ভ পতন’ | ERF | Jamuna TV