আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে কাস্টমস অ্যাক্ট ও আয়কর আইন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে আইন দুটি প্রণয়ন ও প্রয়োগ করতে গিয়ে যেন সাধারণ মানুষের ওপর বাড়তি করের চাপ দেওয়া না হয় এবং দেশের ব্যবসা-বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় ইআরএফ’র পক্ষে ২৩ দফা বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বাজেট প্রস্তাব তুলে ধরেন ইআরএফ’র সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।