শুধু ব্যবসার উদ্দেশে নয়, বীমা শিল্পকে কৃষি উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজে লাগালে এ খাতে সরকার সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী সার্ক দেশগুলোর বীমা নিয়ন্ত্রকদের প্রথম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের উদ্যোগে এ সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র কৃষকদের জন্য কৃষি বিমা এবং হতদরিদ্র জনগণের জন্য স্বাস্থ্যবীমা ও ক্ষুদ্র বীমার প্রচলন করা যেতে পারে। তিনি আরও বলেন, “এ ব্যাপারে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করুন। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেব। ” তিনি বলেন, “একটি দেশের অর্থ-সামাজিক উন্নয়নে বীমাশিল্প অত্যন্ত গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করতে পারে এবং বীমার মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। ” প্রধানমন্ত্রী বলেন, “জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগ ও সুবিধাভোগীদের প্রাপ্য অর্থ সঠিকভাবে পরিশোধের বিষয়ে বীমা খাতের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ” এ সময় বীমা খাতের উন্নয়নে বীমা আইন প্রণয়ন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনসহ সরকারের বিগত বছরের সাফল্য তুলে ধরেন তিনি। দেশের বীমা খাতের বিরাজমান সমস্যা দূর করতে সম্মেলন থেকে সুপারিশও চেয়েছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে সাধারণ বীমা ও ক্ষুদ্র বীমা, জীবন বীমা, ও বীমা শিল্পের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়। যা বীমা শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সম্মেলনে সার্কভুক্ত দেশেগুলোর প্রতিনিধিদের পাশাপাশি দেশের বীমা কোম্পানিগুলোর ২৪০জন কর্মকর্তা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
2020-01-31